ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

গণতন্ত্রে ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং প্রকাশের সুযোগ থাকা উচিত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা বলার স্বাধীনতা থাকতে হবে। ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। ভিন্নমত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়লগ কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব কমানো না গেলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। দেশের সামগ্রিক উন্নয়নে কেন্দ্র ও প্রান্তিক অঞ্চলের মাঝে ভারসাম্য রক্ষা জরুরি।

তরুণ প্রজন্মের প্রতি আস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিতার্কিকদের যুক্তির প্রশংসা করে তিনি বলেন, এমন আয়োজন তরুণদের চিন্তা প্রকাশের সুযোগ তৈরি করে দেয়, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক।

Scroll to Top