ঘূর্ণিঝড় মন্থা ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানার পর নেপাল ও চীনের হিমালয় অঞ্চলে তুষারপাত বেড়ে যায়। ফলে এ অঞ্চলগুলো পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকাজের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে।
তুষারে আটকে পড়া ট্রেকারদের উদ্ধার করতে গিয়ে নেপালের লোবুচে এলাকার কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে।
সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপাল (সিএএএন) জানায়, হেলিকপ্টারটি নামতে গিয়ে বরফে পিছলে যায়। এ ঘটনায় পাইলট বেঁচে থাকলেও ট্রেকারদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
টিংরি কাউন্টির পর্যটন বিভাগ জানিয়েছে, তিব্বতের এভারেস্ট অঞ্চলে মঙ্গলবার বিকাল থেকেই টিকিট বিক্রি বন্ধ রয়েছে, এবং রাস্তায় বরফ জমে যাওয়ায় যান চলাচল বন্ধ।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারও ভারী তুষারপাত এবং বৃষ্টি অব্যাহত থাকবে।





