ভারত-পাকিস্তান ম্যাচে সমর্থকদের সীমা লঙ্ঘন না করার অনুরোধ – DesheBideshe

ভারত-পাকিস্তান ম্যাচে সমর্থকদের সীমা লঙ্ঘন না করার অনুরোধ – DesheBideshe

ইসলামাবাদ, ১২ সেপ্টেম্বর – গত এক দশক ধরে ভারত ও পাকিস্তান মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হয়নি। দুই দেশের সম্পর্ক ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে এবং পহেলগাম কাণ্ডের পর তা আরও খারাপ হয়েছে। বর্তমানে যে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তা খুবই সীমিত।

এশিয়া কাপে দুই দেশ একই গ্রুপে পড়ায় ভারতীয় সমর্থক ও কিছু তারকা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার দাবি তুলেছেন। এই তালিকায় রয়েছেন সাবেক ক্রিকেটার হরভজন সিং। সম্প্রতি তিনি পাকিস্তান ম্যাচ বয়কট করার পরামর্শ দেন।

হরভজন বলেন, আমাদের পরিচয় সবই দেশের জন্য। আপনি খেলোয়াড়, অভিনেতা বা অন্য কিছুই হোন না কেন, কেউ জাতির চেয়ে বড় নয়। দেশের প্রতি দায়িত্ব পালন সবসময় গুরুত্বপূর্ণ। ক্রিকেট ম্যাচ না খেলা খুবই সামান্য ব্যাপার।

দুবাইয়ে রোববার দুই দল মুখোমুখি হবে। এ প্রসঙ্গে আইপিএলের দল পাঞ্জাব কিংস একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করেছে, যেখানে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল দুই দেশের সমর্থকদের আচরণ নিয়ে উদ্বিগ্ন। তিনি টেলিকম এশিয়া স্পোর্টসকে বলেন, ভারত-পাকিস্তান সম্পর্কে এখন কঠিন সময়। উত্তেজনা থাকবে, সে কারণে ভয়ও। কিন্তু ম্যাচ ভালো হলে এটাও ভালো হবে।

আকমল সমর্থকদের প্রতি অনুরোধ করেছেন যেন তারা সীমা লঙ্ঘন না করেন। তিনি বলেন, সমর্থকদের বড় মনের পরিচয় দিতে হবে ও একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে হবে। অতীতের মতো হতে হবে। আমরা সমর্থকদের অনুরোধ করব, যাতে কেউ সীমা লঙ্ঘন না করে; সেটা হোক পাকিস্তানি কিংবা ভারতীয়। ভারত-পাকিস্তান ম্যাচ সফল করতে হলে এটি গুরুত্বপূর্ণ।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ সেপ্টেম্বর ২০২৫



Scroll to Top