দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই যেন বাড়তি উত্তাপ। মাঠে ও মাঠের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন বিশেষ কিছু। আজ এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি দুই দল। ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
বহুকাল ধরেই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। নানা নাটকের পর এশিয়া কাপে দেখ হচ্ছে দুই দলের। টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে ভারত। ১৩ দেখায় ১০বারই জিতেছে তারা। পাকিস্তানের জয় মাত্র ৩ ম্যাচে। ঘরের মাঠে ভারত জিতেছে ২ ম্যাচ, পাকিস্তান তাদের মাটিতে কখনোই ভারতকে হারাতে পারেনি।
অ্যাওয়ে ম্যাচে ভারতের কোনো জয় নেই। পাকিস্তান জিতেছে একটি ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে ভারত জিতেছে ৮টি ম্যাচ, পাকিস্তানের জয় ২টি।
সবশেষ ৫ দেখায় এগিয়ে রয়েছে ভারতই, তাদের জয় ৩ ম্যাচে। পাকিস্তান জিতেছে ২টি ম্যাচ। ২০২৪ সালের ৯ জুন শেষবার দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছিল ভারত।
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।