ভারতে হানিমুন গন্তব্যের শীর্ষে গোয়া, উদয়পুর ও বালি | চ্যানেল আই অনলাইন

ভারতে হানিমুন গন্তব্যের শীর্ষে গোয়া, উদয়পুর ও বালি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৫ সালে হানিমুনে একটু নিরিবিলি রোমান্স আর ভ্রমণের স্বাদ পেতে ভারতে নবদম্পতিরা যেসব গন্তব্যের ওপর বেশি ভরসা করেন, তার মধ্যে শীর্ষে রয়েছে গোয়া, উদয়পুর ও বালি।

সোমবার ২০ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

সোনালি সৈকত, নীল জলরাশি আর প্রাণবন্ত রাত্রিকালীন জীবন উপভোগ করার ক্ষেত্রে গোয়া নবদম্পতিদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানকার সমুদ্রতট, বিলাসবহুল রিসোর্ট এবং সংস্কৃতি হানিমুনকে করে তোলে আরও রঙিন।

‘লেক সিটি’ খ্যাত উদয়পুর রাজকীয় ঐতিহ্য ও শান্ত পরিবেশের কারণে হানিমুনের জন্য নিঃসন্দেহে আদর্শ স্থান। ঐতিহাসিক প্রাসাদ, মনোমুগ্ধকর হ্রদ আর রাজস্থানি আপ্যায়ন মিলে এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করা যায় এখানে।

বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ। এই দ্বীপে রয়েছে সবুজ পাহাড়, সূর্যস্নাত সৈকত ও বিলাসবহুল ভিলা। হানিমুনের জন্য সব মিলিয়ে একটি আন্তর্জাতিক মানের রোমান্টিক গন্তব্য হতে পারে বালি।

এদিকে আন্তর্জাতিক গন্তব্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার চাহিদার শীর্ষে দুবাই। বিলাসবহুল হোটেল, মরুভূমির অ্যাডভেঞ্চার ও আধুনিক শহুরে জীবনের অভিজ্ঞতা সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দুবাই নব দম্পতিদের প্রথম পছন্দ।

হানিমুনে যাওয়ার ক্ষেত্রে থাইল্যান্ডের  জনপ্রিয় ফুকেট ও ব্যাংকক শহর দুটি সবার পছন্দের তালিকায় সবসময়ই শীর্ষে রয়েছে।

২০২৫ সালে প্রথমবারের মত ভ্রমনে শীর্ষ দশে উঠে এসেছে ফু কুয়ক দ্বীপ। যেখানে ভারতীয় দম্পতিদের সার্চ বেড়েছে ৭’শ শতাংশ। ভ্রমনে সাশ্রয়ী, তুলনামূলক কম জনপ্রিয় তবে প্রকৃতিপূর্ণ এই গন্তব্য ক্রমেই দর্শণার্থীদের আকর্ষণ বাড়াচ্ছে।

পর্যটন বিশ্লেষকদের মতে, যাত্রাপথের সহজলভ্যতা, প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপত্তা ও মানসম্পন্ন আপ্যায়নের কারণে এই স্থানগুলো ভারতের নবদম্পতিদের  কাছে হানিমুন গন্তব্যের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

Scroll to Top