ভারতে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, নরেন্দ্র মোদির কাছে ন্যায়বিচারের দাবি পাকিস্তানি নারীর | চ্যানেল আই অনলাইন

ভারতে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, নরেন্দ্র মোদির কাছে ন্যায়বিচারের দাবি পাকিস্তানি নারীর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতে বসবাসরত স্বামী বিক্রম নাগদেবের বিরুদ্ধে তাকে পরিত্যাগ ও দ্বিতীয় বিয়ের প্রস্তুতির অভিযোগ তুলেছেন পাকিস্তানের করাচির নারী নিকিতা নাগদেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি ভিডিও বার্তায় ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিকিতার অভিযোগ, ২০২০ সালের ২৬ জানুয়ারি করাচিতে হিন্দু রীতি অনুযায়ী বিয়ের এক মাস পর বিক্রম তাকে ভারত নিয়ে আসেন। কিন্তু একই বছরের ৯ জুলাই ‘ভিসা জটিলতার’ অজুহাতে তাকে অটারি সীমান্তে রেখে জোর করে পাকিস্তানে পাঠিয়ে দেন। এরপর আর কখনও তাকে ভারতে ফেরানোর চেষ্টা করেননি ভিক্রম।

ভিডিও বার্তায় নিকিতা বলেন, আজ ন্যায় না পেলে নারীরা ন্যায়বিচারের ওপর থেকে বিশ্বাস হারাবে। তিনি আরও দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির আচরণ বদলে যায় এবং তিনি স্বামীর এক আত্মীয়ের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন।

করাচিতে ফেরার পর তিনি জানতে পারেন, দিল্লির এক নারীর সঙ্গে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বিক্রম। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ২০২৫ সালের ২৭ জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলাটি মধ্যপ্রদেশ হাইকোর্ট অনুমোদিত সিন্ধি পান্ছ মিডিয়েশন অ্যান্ড লিগ্যাল কাউন্সিলের কাছে যায়। নোটিশ ও শুনানির পর সংস্থাটি জানায়, দু’জনের কেউই ভারতীয় নাগরিক নন—ফলে বিষয়টি পাকিস্তানের এখতিয়ারে পড়ে। বিক্রমকে পাকিস্তানে বহিষ্কারের সুপারিশও করা হয়।

ইন্দোর সোশ্যাল পঞ্চায়েতও গত মে মাসে বিক্রমকে দেশে ফেরত পাঠানোর সুপারিশ করেছিল। জেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 

Scroll to Top