এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত পাঁচ বছরে ভারতে সিনেমার টিকিটের গড় মূল্য ৪৭ শতাংশ বেড়েছে। সিনেমার টিকিটের দাম বাড়ার প্রধান কারণ, একক স্ক্রিনের সিনেমা হলগুলো এখন বেশিরভাগ মাল্টিপ্লেক্সে পরিণত হয়েছে। যা অনেক ধরনের সুবিধা এবং বিলাসবহুল অভিজ্ঞতা প্রদান করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
সম্প্রতি দিল্লির একটি মাল্টিপ্লেক্সে প্রিয় অভিনেতার সিনেমা দেখতে গিয়ে সাহিল অরোরা (২০) নামে এক ব্যক্তির কাছে টিকিটের মূল্য অনেক বাড়তি মনে হয়েছে।
তিনি বলেন “আমি সিনেমাটি উপভোগ করেছি, তবে টিকেটের মূল্যটা ভালো লাগেনি। পপকর্নও ৫০০ টাকা হওয়ায় আমি তা নেইনি।”
মাল্টিপ্লেক্সে বাড়তি টিকিট এবং খাবারের দাম সিনেমা দর্শকদের সিনেমা হলে যাওয়ার সংখ্যা কমিয়ে দিয়েছে। এ কারণে মানুষ এখন সুলভ মূল্যের বিকল্পের দিকে ঝুঁকে পড়েছেন।
৩৮ বছর বয়সী হর্ষ ভার্মা স্মৃতিচারণ করে বলেন, “পনেরো বছর আগে আমি আর আমার বন্ধুরা প্রতিটি নতুন ছবি দেখতে যেতাম। মাঝে মাঝে প্রতি সপ্তাহেই যেতাম। কিন্তু এখন তা অসম্ভব হয়ে গেছে।”
২০২০ সালে যেখানে সিনেমার গড় টিকিটের দাম ৯১ টাকা ছিল, ২০২৪ সালে তা বেড়ে ১৩৪ টাকায় দাঁড়িয়েছে। তবে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে গড় টিকিট মূল্য কিছুটা স্থিতিশীল হয়েছে। এসময়য় টিকিটের দাম গড়ে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অথচ, ২০২৪ সালে ভারতের সিনেমা হলে দর্শক প্রবাহ ২০২৩-এর তুলনায় ৬ শতাংশ কমে গেছে, যা গত কয়েক বছরের ধারাবাহিকতার সাথে মিলে যায়।
তবে মাল্টিপ্লেক্স মালিকরা দাবি করছেন, টিকেটের দাম যথাযথ এবং দর্শকরা এখনও বড় সংখ্যায় সিনেমা দেখতে আসছেন।