ভারতের রাজস্থানের দৌসা জেলায় একটি মালবাহী কন্টেইনারের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৭ শিশু এবং ৪ নারীসহ ১১ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। নিহত ও আহতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
বুধবার ১৩ আগস্ট জেলার সাঁইথাল থানার লালসোট-মনোহরপুর মহাসড়কের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দৌসার পুলিশ সুপার সাগর রানা জানান, সকাল ৭ টা নাগাদ দৌসা থেকে উত্তর প্রদেশগামী রাস্তায় একটি কন্টেনারের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ১০ যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ১ জন।
তিনি আরো বলেন, পিকআপ ভ্যানে করে ওই যাত্রীরা উত্তর প্রদেশের এটাওয়ার গ্রামে ফিরছিলেন। তারা রাজস্থানের দৌসায় খাদু শ্যাম মন্দিরে পুজো দিতে এসেছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় রাজস্থান ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন।