ভারতে মন্দিরে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত ১২

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত ১২

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে মর্মান্তিকভাবে ২ শিশুসহ ১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ১শ’ জন বলে জানা যায়।

শনিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে কাসিবুগগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ ঘটনাটি ঘটে বলে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়।

অন্ধ্রপ্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রীকাকুলাম জেলার কাশিবুগার ভেঙ্কটেশ্বর একাদশী উপলক্ষে মন্দিরটিতে তীর্থযাত্রীদের ভিড় ছিল। অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোতে শুরু করলে একটি রেলিং ভেঙে পড়ে এবং লোকজন দ্রুত গতিতে ভিড় পার হওয়ার চেষ্টা করলে একজন আরেকজনের ওপর পড়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শতাধিক নারী পূজার থালা হাতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ভিড়ের মধ্যে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করেন এবং নিজেদের বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে। এরপর এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং পদদলনের ঘটনা ঘটে।

পরে মন্দিরের প্রাঙ্গণে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শেষ পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

 

 

Scroll to Top