এক জরুরী বোর্ড মিটিংয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) নিজের ফেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি লিখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে হুট করে বাদ দেওয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে আজ দুপুরে বিসিবির ১৭জন পরিচালক এক জরুরী বোর্ড সভায় বসেন। সভায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়ে গতকাল রাতেও অনলাইন বৈঠক করেছেন বোর্ড পরিচালকরা। জানা গেছে, সেই বৈঠকে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শই দিয়েছিলেন বেশিরভাগ পরিচালক। তবে আজ দুপুরের স্ব-শরীর বৈঠকে বিশ্বকাপ খেলতে না যাওয়ার মতো বড় সিদ্ধান্ত এসেছে।
আইন ও ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্টের আগে গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্রও।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলংকা। সুচি অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে ভারতে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
উল্লেখ্য, ভারতীয় উগ্রপন্থীদের হুমকির মধ্যে গতকাল হুট করেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। পরে কলকাতা এক বিবৃতিতে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।
তারপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে সর্বমহলে। খেলাধুলায় রাজনীতি টেনে আনা ঠিক না এমন কথা বলা হচ্ছে খোদ ভারতেও।



