ভারতের ঝাড়খণ্ডের জামতাড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ট্রেনে আগুন লাগার গুজবে ট্রেন থামিয়ে দ্রুত যাত্রীরা পাশের লেনে ঝাঁপ দিলে বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে রেল কতৃপক্ষের দাবি, সেখানে দু’জনের মৃত্যু হয়েছে।
বুধবার ২৮ ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, রাতে রেল কর্তৃপক্ষ জানায়- আগুনের ঘটনায় মৃত্যুর দাবির বিষয়টি পুরোপুরি গুজব। তবে জামতাড়ায় ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়।
রেল সূত্রে প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে আগুনের ভয়ে একটি এক্সপ্রেস ট্রেন থেকে নেমে অপর লাইনের মেমু ট্রেনের ধাক্কায় যাত্রীরা পিষ্ট হয়েছেন বলে যে দাবি করা হচ্ছে, সেটা পুরোপুরি গুজব। ওরকম কোনও ঘটনা ঘটেনি। দু’টি আলাদা জায়গায় সেই ঘটনা ঘটেছে। আর ১২ জন যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে যে দাবি করা হচ্ছে, সেটাও ভিত্তিহীন। মেমু ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। আর তারা কেউ যাত্রী নন।
বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র দাবি করেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আসানসোল ডিভিশনের কাসিতার এবং বিদ্যাসাগরের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়েছিল বেঙ্গালুরু অঙ্গ এক্সপ্রেস। যেখানে সেই ট্রেন দাঁড়িয়েছিল, সেখান থেকে প্রায় দু’কিলোমিটার দূরে আপ লাইনে মেমু ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭টা ৭ মিনিট নাগাদ সেই ঘটনা ঘটে।
জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হচ্ছে। ১২ জনের মৃত্যু হয়নি। তারা যাত্রী নন। তারা রেললাইনের উপর হেঁটে যাচ্ছিলেন।
এছাড়াও তিনি বলেন, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কীভাবে সেই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখবে ওই কমিটি।
রেলওয়ে যে বিষয়টাকে গুজব বলছে, সেই দাবিটা কী?
স্থানীয় একটি সূত্র দাবি করছে, জামতাড়ার কালাঝরিয়া রেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে পড়েছিল অঙ্গ এক্সপ্রেস। সেইসময় ধোঁয়া দেখতে পেয়ে রটে যায় যে ট্রেনে আগুন লেগেছে। আতঙ্কে ট্রেন থেকে নেমে যান যাত্রীদের একাংশ। চলে যান অপর লাইনে। তখনই উলটো দিকের লাইন থেকে একটি মেমু আসছিল। সেই মেমু ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জন যাত্রীর মৃত্যু হয়। যা গুজব বলে জানিয়েছে পূর্ব রেল।
স্থানীয় প্রশাসন বলছে:
জামতাড়ার মহকুমা শাসক অনন্ত কুমার বলেন, কালাঝরিয়া স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছিল। কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমেছিলেন। তাদের ধাক্কা মারে অপর একটি লোকাল ট্রেন। কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জেলা পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।