ভারতে চার বাংলাদেশি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লক | চ্যানেল আই অনলাইন

ভারতে চার বাংলাদেশি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লক | চ্যানেল আই অনলাইন

ভারত সরকারের অনুরোধে ইউটিউব ভারতে কমপক্ষে চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার সীমিত করেছে। জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা সম্পর্কিত উদ্বেগকে কারণ হিসেবে দেখিয়ে এই কাজ করা হয়েছে।

ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দর্শকরা ইউটিউবে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির কন্টেন্ট দেখতে পারছে না।

ভারতীয় ভূ-অবস্থান থেকে ইউটিউবে প্রবেশের চেষ্টা করলে চ্যানেলগুলোতে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে, যাতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের আদেশের কারণে এই সামগ্রীটি বর্তমানে এই দেশে অনুপলব্ধ।”

ডিজিটাল অধিকার পর্যবেক্ষক সংস্থা ডিসমিসল্যাব জানিয়েছে, তারা ভারতীয় ভিপিএন ব্যবহার করে ইউটিউবে বাংলাদেশের ৩৮টি সংবাদমাধ্যম ও চ্যানেল যাচাই করে দেখে যে চারটি চ্যানেল ব্লক করা হয়েছে। এই ফলাফল যাচাই করতে নয়াদিল্লি ও কলকাতার সাংবাদিকদের সহযোগিতাও নেওয়া হয়। স্থানীয় সাংবাদিকরা নিশ্চিত করেছেন, ভারতে এসব চ্যানেল দেখা যাচ্ছে না। একজন সাংবাদিক স্ক্রিন রেকর্ডিং পাঠিয়ে ব্লক হওয়ার বিষয়টি প্রমাণ করেছেন।

যমুনা টিভি ডিসমিসল্যাবকে জানিয়েছে, তারা ইউটিউবের কাছ থেকে একটি অফিসিয়াল নোটিশ পেয়েছে যেখানে বলা হয়েছে যে ভারত সরকারের অনুরোধে তাদের চ্যানেল ব্লক করা হয়েছে এবং ভবিষ্যতের কনটেন্টও ভারতে সীমাবদ্ধ থাকবে।

Scroll to Top