এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অ্যান্টিবায়োটিককে চিকিৎসা বিজ্ঞানের এক বিপ্লবী আবিষ্কার হিসেবে দেখা হলেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সুপারবাগের সংক্রমণগুলো প্রতিনিয়তই প্রাণঘাতী হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সুপারবাগের প্রতিষেধক আবিষ্কার করেছে ভারত যা এই সংকটে আশার আলো দেখাচ্ছে।
আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভারতের স্থানীয়ভাবে উদ্ভাবিত বেশ কয়েকটি নতুন ওষুধ সুপারবাগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে এরমধ্যে চেন্নাইয়ের ওরকিড ফার্মার তৈরি এনমেটাজোব্যাক্টাম প্রথম ভারতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেয়েছে।
এটি প্রস্রাবের নালীতে সংক্রমণ, নিউমোনিয়া এবং রক্ত সংক্রমণের মতো গুরুতর অসুখের চিকিৎসায় কার্যকর। ওষুধটি ব্যাকটেরিয়ার সুরক্ষা ব্যবস্থা ভেঙে তাদের ধ্বংস করার সুযোগ তৈরি করে। এছাড়া মুম্বাইয়ের ওকহার্ট ফার্মাসিউটিক্যালস সুপারবাগ প্রতিরোধে তৈরি করেছে আরেকটি নতুন অ্যান্টিবায়োটিক জাইনিচ। এই ওষুধটির ফেজ-৩ ট্রায়াল চলছে এবং আগামী বছর বাজারে আসতে পারে।
ইতিমধ্যে ৩০ জন গুরুতর অসুস্থ রোগীর ওপর ওষুধটি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে এবং তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন। তাছাড়া, ওকহার্টের আরেকটি নতুন ওষুধ নাফিথ্রোমাইসিন যা একটি তিনদিনের মুখে খাওয়ার চিকিৎসা পদ্ধতি, ৯৭ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।