এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাউথ কোরিয়া সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুদিনের প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হতে যাচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, আজ (২৯ অক্টোবর) বুধবার সিউলে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমাদের সম্পর্ক খুবই চমৎকার।
ভারত সরকার শুরু থেকেই স্পষ্ট করেছে, এমন কোনো চুক্তি তারা স্বাক্ষর করবে না যা দেশের ক্ষুদ্র কৃষকদের জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তি ভারতের ‘লাল রেখা’ অতিক্রম করতে পারবে না।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ কমিয়ে ১৬ শতাংশে নামাতে সম্মত হয়েছে। এর বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা সীমিত করতে রাজি হয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফোনালাপের পর এই সমঝোতা হয় বলে ধারণা করা হচ্ছে।
নতুন এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের অ-জিএম ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব পণ্য মূলত ইথানল উৎপাদনের জন্য ব্যবহৃত হবে, কৃষিখাতে নয়।





