ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে পাকিস্তান – DesheBideshe

ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে পাকিস্তান – DesheBideshe

আবুধাবি, ১৪ সেপ্টেম্বর – গত এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ফলে আইসিসি কিংবা এসিসি ইভেন্টে তাদের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক সম্পর্কের আরো অবনতি হওয়ায়, এশিয়া কাপেও ম্যাচ বর্জনের গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত বাইশ গজের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

গ্রুপ পর্বের ম্যাচে দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ভারত একাদশ-

অভিষেক শর্মা, শুবমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ-

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ সেপ্টেম্বর ২০২৫



Scroll to Top