ভারতের ঘোর আপত্তি, পরীক্ষা হবে ডিউক বল!

ভারতের ঘোর আপত্তি, পরীক্ষা হবে ডিউক বল!

ইংল্যান্ড সফরের শুরু থেকেই ডিউক বল নিয়ে তাদের আপত্তি। লর্ডস টেস্টে হারের পর ডিউক বল নিয়ে আপত্তিটা কয়েকগুণে বেড়েছে ভারতের। অবশেষে ভারতের প্রশ্নের মুখেই পরীক্ষা করা হবে ডিউক বল।

সফরের প্রথম দুই টেস্টে পুরোটা সময়জুড়েই ডিউক বল নিয়ে আপত্তি জানিয়েছিল ভারত। তাদের দাবি, ১০ ওভারও নিজের মান ধরে রাখতে পারে না ডিউক বল। বল খুব দ্রুত নরম হয়ে যায় বলে অভিযোগ তাদের। এ নিয়ে বেশ কয়েকবার আম্পায়ারের সঙ্গেও তর্ক হয়েছিল তাদের।

লর্ডস টেস্টের সময় ভারতীয় ধারাভাষ্যকাররাও কঠোর সমালোচনা করেন ডিউক বলের। বিশেষ করে সুনীল গাভাস্কার এই বল ব্যবহারের অযোগ্য বলেই রায় দেন।

ভারতের এই দাবির মুখে ডিউক বল প্রস্তুতকারক ব্রিটিশ ক্রিকেট বলস লিমিটেড জানিয়েছে, তারা তিন টেস্টের বলই পরীক্ষা করবে। প্রতিষ্ঠানটির মালিক তার দিলিপ জাজোদিয়া বলেন, ‘আমরা সব বল নিজেদের কাছে রেখে পরীক্ষা করব। এরপর বলের চামড়া যারা সরবরাহ করে তাদের সাথে কথা বলব। কাঁচামালে কোনো পরিবর্তন আনতে হবে কি না তাও দেখা হবে। সবই যাচাই করা হবে।’

জাজোদিয়া আরও বলেন, ‘যদি আমাদের মনে হয় কোনো পরিবর্তন আনা প্রয়োজন বা বল আরও শক্ত করা প্রয়োজন তাহলে তাই করব।’

আগামী ২৩ জুলাই ওল্ড ট্রাফোর্ডে হবে সিরিজের চতুর্থ টেস্ট। ২-১ এ সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড।

Scroll to Top