ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগেই জেলের মধ্যে পড়ে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন দেশটির গ্যাংস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া মুখতার আনসারি।
এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের ৫ বারের এই সংসদ সদস্য ২০০৫ সাল থেকেই কারাগারে বন্দি ছিলেন।
জেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুর্গাবতী মেডিকেল কলেজে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ব্যারাকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মুখতার আনসারি।
এর আগে, মঙ্গলবার তাকে রানী দুর্গাবতী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে ১৪ ঘণ্টা আইসিইউতে ভর্তি থাকার পর আজ স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন ৬৩ বছর বয়সী এই নেতা।