এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলমান বিক্ষোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি এতটা উদ্বেগজনক নয় যে সহিংসতা-বিধ্বস্ত দেশ থেকে ১২ থেকে ১৩ হাজার ভারতীয়দের সরিয়ে নেয়ার প্রয়োজন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
প্রতিবেদনে বলা হয়, সংসদে একটি সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর বলেন, সরকার বিরোধী বিক্ষোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।
বৈঠকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে উভয় কক্ষের বিরোধী নেতারাসহ সকল এনডিএ জোটের এবং বেশিরভাগ বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন।
জয়শঙ্কর বলেন, হাসিনার সাথে সরকারের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। ‘সরকার হাসিনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য কিছু সময় দিতে চায় বলেও জানান তিনি।