ভারতকে হতাশ করে ইংল্যান্ডকে সুখবর দিল আইসিসি

ভারতকে হতাশ করে ইংল্যান্ডকে সুখবর দিল আইসিসি

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকেই টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হচ্ছে ইংল্যান্ডে। টানা ৩ ফাইনাল আয়োজনের পর জানা গিয়েছিল, পরের আসরের ফাইনাল ইংল্যান্ডের পরিবর্তে হতে পারে ভারতে। তবে শেষ পর্যন্ত ভারতকে হতাশ করল আইসিসি। আইসিসি জানিয়েছে, পরের তিন আসরের ফাইনালও হবে ইংল্যান্ডেই।

২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল ইংল্যান্ডের সাউদাম্পটনে। ২০২৩ সালের ফাইনাল হয়েছিল ওভালে। ২০২৫ সালের ফাইনাল আয়োজিত হয়েছে লর্ডসে।

ভারত দাবি জানিয়েছিল, ২০২৫-২৭ চক্রের ফাইনাল যেন আর ইংল্যান্ডের না হয়। আগামী আসরের ফাইনাল যেন তাদের মাটিতে আয়োজন করা হয়, বিসিসিআই এমনতাই আর্জি জানিয়েছিল আইসিসির কাছে। ইংল্যান্ড থেকে সরে যেতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ধারণা করা হচ্ছিল এমনটাই।

তবে ভারতকে হতাশ করে আগামী তিন চক্রের ফাইনাল ইংল্যান্ডেই আয়োজনের ঘোষণা দিয়েছে আইসিসি। ক্রিকইনফো বলছে, কারণ হিসেবে আইসিসি জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাধারণত হয় জুনে। সেই সময়ে ইংল্যান্ডে গ্রীষ্মকাল। ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য যা উপযুক্ত সময়।

এছাড়াও গত তিন ফাইনালে নিরপেক্ষ ভেন্যু হিসেবে যথেষ্ট দর্শক আকৃষ্ট করেছে ইংল্যান্ডের তিন ভেন্যু। আগামী ফাইনালগুলোতেও একই পরিমাণ দর্শকের সমাগম হবে বলেই আশাবাদী আইসিসি।

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, ‘পরবর্তী তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক স্বত্ব পাওয়ায় আমরা অনেক বেশি খুশি। এখানে টেস্ট ক্রিকেটের প্রতি ভক্তদের অনেক আবেগ রয়েছে।  ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়া বড় প্রাপ্তি এবং পরবর্তী আসরগুলোর মতোই আমরা আইসিসির সঙ্গে সফলভাবে ফাইনাল উপহার দেওয়ার দিকে তাকিয়ে আছি।’

Scroll to Top