ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড – DesheBideshe

ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড – DesheBideshe

ওয়াশিংটন, ২৭ জুন – টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত আটটায়, খেলা শুরু আধ ঘণ্টা পর। কিন্তু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে হানা দেয় বৃষ্টি। ফলে সময়মতো টস কিংবা খেলা শুরু করা যায়নি।

অবশেষে নির্ধারিত সময়ের প্রায় সোয়া এক ঘণ্টা পর টস হলো। আবার বৃষ্টি না হলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য ইংল্যান্ডের পক্ষে। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। অর্থাৎ ভারত প্রথমে ব্যাটিং করবে।

প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য রাখা হয়নি। ফলে কোনো কারণে আজ ম্যাচের ফল না এলে সুপার এইটপর্বে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৭ জুন ২০২৪

Scroll to Top