ভাড়া বাসা ছেড়ে ১০০ মিলিয়নের ম্যানশনে উঠবেন মামদানি

ভাড়া বাসা ছেড়ে ১০০ মিলিয়নের ম্যানশনে উঠবেন মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি ও তার পরিবার ম্যানহাটনের বিখ্যাত গ্রেসি ম্যানশনে উঠবেন। পরিবারের নিরাপত্তা ও শহরের ‘স্বল্পমূল্যে আবাসন নিশ্চিতকরণ’ এজেন্ডায় মনোযোগী হতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে মামদানি লেখেন, আমার স্ত্রী রামা ও আমি সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারিতে গ্রেসি ম্যানশনে উঠবেন। আমাদের অ্যাস্টোরিয়ার বাসা বিশেষ স্মৃতিতে ভরপুর; তবে এই সিদ্ধান্তটি মূলত পরিবারের নিরাপত্তা এবং নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার কাজে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য।

জোহরান মামদানি তার পোস্টে লেখেন, আমরা আমাদের অ্যাস্টোরিয়ার সম্প্রদায়কে মিস করব। স্প্যানিশ, আরবি ও আরও বহু ভাষায় প্রাণবন্ত আলাপ, অ্যাডেনি চায়ের দোকান, সীফুড ও শাওয়ারমার ঘ্রাণ ভাসা রাস্তাগুলো। তবে শহরের জনগণের প্রতি আমার দায়িত্বই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

মামদানির অ্যাস্টোরিয়ার এক শয্যাবিশিষ্ট অ্যাপার্টমেন্টটির ভাড়া মাত্র ২ হাজার ৩০০ ডলার, যা ভর্তুকি প্রাপ্ত ‘রেন্ট-স্ট্যাবিলাইজড’ ব্যবস্থা। তার বার্ষিক আয় ১ লক্ষ ৪২ হাজার ডলার হওয়া সত্ত্বেও ভর্তুকিযুক্ত বাসায় থাকার কারণে রাজনৈতিক প্রতিপক্ষ ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অ্যাস্টোরিয়ার ৮০০ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টে হিট ও গরম পানিও ভাড়ার মধ্যে রয়েছে। ভবনটি ১৯২৯ সালে নির্মিত এবং লিফট থাকায় এলাকাটিতে তা বিরল সুবিধা।

অন্যদিকে, মেয়রদের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশন নিউইয়র্কের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। ইস্ট নদীর মনোরম দৃশ্য, বড় ডাইনিং রুম, বিশেষ অতিথি আপ্যায়নের ঘর এবং পূর্ণ সময়ের শেফের সুবিধাসহ এটি বিলাসবহুল আবাসস্থল হিসেবে পরিচিত। নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত কঠোর উঁচু দেয়াল, সিসিটিভি এবং সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা রয়েছে সেখানে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিরাপত্তা ও সরকারি দায়িত্ব পালনের সুবিধার কারণেই প্রায় সব মেয়র শেষ পর্যন্ত গ্রেসি ম্যানশনে বসবাস করেন। জনসমাগম, সরকারি আয়োজন এবং নিরাপত্তা প্রটোকল পরিচালনার জন্য এটি সবচেয়ে উপযোগী স্থান হিসেবে বিবেচিত।

Scroll to Top