পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে আড়াই লাখের বেশি মানুষকে।
পাঞ্জাবের তিনটি প্রধান নদী রাভি, শতদ্রু ও চেনাব ফুলে ওঠার কারণে কয়েক হাজার গ্রাম প্লাবিত হয়েছে। রেকর্ড ভারী বৃষ্টিতে শিয়ালকোটে পরিস্থিতি সবচেয়ে খারাপ।
ভারী বর্ষণ এবং ভারতের বাঁধ খুলে দেয়ার পর সীমান্তবর্তী অঞ্চলে বন্যা আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে প্রায় দেড় হাজার গ্রাম তলিয়ে গেছে, শত শত হেক্টর জমির ফসল পানিতে নষ্ট হয়েছে। টানা তিন দিনের মুষলধারে বৃষ্টিতে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে।
এদিকে, ভারতের পাঞ্জাবের ৮ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ছত্তিশগড়ে প্রাণ গেছে অন্তত ৮ জনের। জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।