বাংলাদেশে ভারত ছাড়াও বিশ্বজুড়ে সমাদৃত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। তবে মজার বিষয় হলো, দীর্ঘ ৫০ বছর ধরে হাজার হাজার মাইল দূরের দেশ ব্রাজিলের একটি স্কুলে পড়ান হচ্ছে রবি ঠাকুরের ভাবনা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কোপাকাবানা বিচ থেকে মাত্র আধা ঘণ্টা দূরেই অবস্থিত মিউনিসিপ্যাল স্কুল টেগোর। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬৩ সালে। সেই থেকে এখানে রবি ঠাকুরের ভাবনা অনুসারে ছাত্রদের পড়ানো হয়।
১৯২৪ সালে পেরুর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। মে মাসে তার কাছে এই আমন্ত্রণ আসে, তিনি সেপ্টেম্বর মাসে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ফ্রান্স থেকে দক্ষিণ আফ্রিকা ফেরবার পথে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েলে কিছুদিনের মাথায় জাহাজ আর্জেন্টিনায় নোঙর করে।
পরে পেরুতে আর যাওয়া হয়নি তার, তবে মাঝে পথে তিনি একবার ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে থামেন। এরপর রবীন্দ্রনাথের স্মৃতিতে সেখানে পরবর্তী সময়ে তার নামে একটি স্কুল চালু করা হয়, যা আজও সচল। এখানে আজও রবি ঠাকুরের ভাবনায় ছাত্রদের পড়ানো হয় এবং শিক্ষা দেওয়া হয়।