বেনাপোল এক্সপ্রেসে আগুন: বিএনপি নেতা নবী উল্লাহসহ দুজনের রিমান্ড মঞ্জুর

বেনাপোল এক্সপ্রেসে আগুন: বিএনপি নেতা নবী উল্লাহসহ দুজনের রিমান্ড মঞ্জুর

ওসি ফেরদাউস আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ট্রেনে আগুন দিয়ে নাশকতা ও হত্যার’ অভিযোগে করা মামলায় ডিবির হাতে গ্রেপ্তার বিএনপির দুই নেতাকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আজ শুনানি শেষে আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

রাজধানীর গোপীবাগে ৫ জানুয়ারি রাত নয়টার দিকে আগুনে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের তিনটি কোচ পুড়ে যায়। ট্রেনটি যশোর থেকে ঢাকায় আসছিল। ঘটনার পরদিন ৬ জানুয়ারি রেলওয়ে কর্তৃপক্ষ ‘ট্রেনে আগুন দিয়ে নাশকতা ও হত্যার’ অভিযোগ এনে ঢাকা রেলওয়ে থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। একই দিনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাতজনকে গ্রেপ্তার করে।

Scroll to Top