বেড়েছে ডেঙ্গুর প্রকোপ | চ্যানেল আই অনলাইন

বেড়েছে ডেঙ্গুর প্রকোপ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের উর্ধবমুখী প্রকোপ বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বমুখি প্রকোপের মধ্যেই রাজধানীতে চিকনগুনিয়া ও জিকা ভাইরাস সংক্রমের রোগী শনাক্ত হয়েছে।

আইইডিসিআর বলছে, মশার প্রজনন ঘনত্ব জানতে জরিপের ফলাফল দেখে মশা নিধনে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন ব্যবস্থা নেবেন। জনস্বাস্থ্যবিদরা বলছের, শুধুমাত্র মৌসুম ভিত্তিক জরিপ না করে আগামী কয়েক বছর নিবিড়ভাবে মশা প্রজনন ও প্রকোপ ঘনত্বের নজরদারি করা উচিত।

আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেছেন, ডেঙ্গুর উর্ধ্বমুখী প্রকোপের মধ্যে চিকনগুনিয়া ও জিকা ভাইরাসের সংক্রমণ জটিলতা বাড়িয়ে নতুন আশঙ্কা তৈরি করেছে।

জনস্বাস্থ্যবিদ মুসতাক হোসেনব বলেছেন, ডেঙ্গুতে আক্রান্ত বাড়লে মৃত্যুও বাড়বে। তাই প্রথম পর্যায়ের জ্বরের রোগীদের ডেঙ্গু শনাক্ত করে স্থানীয় পর্য়ায়ে চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

GOVT

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর সংক্রমণ ছড়াতে যে বাহক এডিস দায়ি ওই একই মশা দিয়ে চিকুনগুনিয়া ও জিকার সংক্রমণ ছড়ায়। আর চিকুনগুনিয়ার কারণে স্নায়ুবিদ রোগ জটিলতাও কম নয়। আর জিকা ভাইরাস দ্বারা গর্ভবর্তী নারীরা আক্রান্ত হলে গর্ভের সন্তানের মস্তিষ্কের অসম্পূর্ণতা ও গঠনগত জটিলতায় আক্রান্ত হবে।

আর প্রাপ্তবয়স্করা জিবিএস বা গুলেনবারি সিনড্রমের মত প্রাণঘাতি রোগের শিকার হতে পারেন। তাই কদিন পরপরে নিবিড়ভাবে মশার গতিপ্রকৃতিতে নজরদারি জরুরি।

Chokroanimation

Scroll to Top