বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করবে ড্যাব | চ্যানেল আই অনলাইন

বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করবে ড্যাব | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনটির নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি ঘরে ঘরে আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানুষের নাগালে থাকা স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। তারেক রহমানের জনকল্যাণমুখী নেতৃত্বেই একটি বাস্তবমুখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিএমইউ জাতীয়তাবাদী শিক্ষক -চিকিৎসক এর উদ্যোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আসন্ন নির্বাচন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু তার বক্তব্যে বলেন, সদ্য বিদায়ী ড্যাব কমিটি অগণতান্ত্রিকভাবে অনেক সিনিয়র নেতৃবৃন্দকে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ও অবিবেচনাপ্রসূত। তিনি অবিলম্বে বঞ্চিত চিকিৎসকদের নাম পুনঃঅন্তর্ভুক্ত করে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবি জানান।

ডা. মো. খায়রুল ইসলাম বলেন, ড্যাবের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী গোষ্ঠীকে নির্বাচনের ময়দানে জনগণ ও চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে পরাজিত করতে হবে।

ডা. হারুন উর রশিদ খান রাকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর ড্যাব হবে একটি গণতান্ত্রিক, আধুনিক ও কার্যকর সংগঠন—যা চিকিৎসকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, এবং পদোন্নতির দীর্ঘসূত্রতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেবে। সেইসঙ্গে সার্বজনীন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখবে।

ডা. এম এ কামাল বলেন, তারেক রহমানের সুস্পষ্ট ভিশনের আলোকে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবার আদলে ঢেলে সাজানো সময়ের দাবি। এই মডেল অনুসরণ করে বাংলাদেশেও একটি জনকেন্দ্রিক, মানসম্মত ও ন্যায়ভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

ডা. তৌহিদুল ইসলাম জন বলেন, এবারকার আন্দোলন হবে একটি ফ্যাসিবাদমুক্ত, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ড্যাব গঠনের বিপ্লব। সামনে গঠিতব্য ড্যাবের নতুন নেতৃত্ব সাধারণ চিকিৎসকদের হৃদয়ের স্পন্দন হয়ে কাজ করবে।

ডা. সাইফুল ইসলাম সেলিম তার বক্তব্যে বলেন, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে কোন অবস্থাতেই কোন নির্বাচন মেনে নেওয়া হবে না, আমার নির্যাতিত জাতীয়তাবাদী চিকিৎসক ভাইদেরকে বঞ্চিত করে কোন ফরমায়েশী কমিটি গঠন করতে দেওয়া হবে না।

ডা. এহতেশামুল হক তুহিন তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে আমরা আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও সার্বক্ষণিক রাজপথে থেকে সকল অপশক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করব।

সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের প্রথিতযশা জাতীয়তাবাদী চিকিৎসক নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক চিকিৎসক  অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ আগামী ড্যাব নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেন।

ড্যাবের আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম সেলিম ও সঞ্চালনা করেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান। স্বাগত বক্তব্য রাখেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. এমদাদুল হক ইকবাল।

Scroll to Top