বৃষ্টি ও গরম পরিবেশের কারণে ডেঙ্গুর প্রকোপ কমছে না | চ্যানেল আই অনলাইন

বৃষ্টি ও গরম পরিবেশের কারণে ডেঙ্গুর প্রকোপ কমছে না | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বর্ষা মৌসুম শেষে হেমন্ত আসলেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যু উর্ধ্বমুখী। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্বিতীয় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়। সংশ্লিষ্টরা বলছেন, কাগজে কলমে বর্ষা বিদায় নিলেও এখনো বৃষ্টি ও গরম পরিবেশ থাকায় এডিস মশার প্রজনন অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। তাই ডেঙ্গুর প্রকোপ কমছে না।

চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর যেন কমছেই না। আবহাওয়াবিদদের হিসাবে, ১৫ই অক্টোবর বিদায় নিয়েছে বর্ষা মৌসুম। তবে শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত।

বর্ষা পরবর্তী এই সময় থেমে থেমে বৃষ্টি এবং এর পর প্রখর রোদের কারণে এডিস মশার প্রজনন অনুকূল পরিস্থিতিতে ডেঙ্গুর সংক্রমণ কমছে না। প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা।

GOVT

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১২ অক্টোবর একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়। আর ২৯ সেপ্টেম্বর, ২ ও ১৭ অক্টোবর- এই ৩ দিন একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২৩৪ জনের।

Chokroanimation

Scroll to Top