বৃষ্টি আর তুষারপাতে পাকিস্তানে শিশুসহ ৩৫ জনের মৃত্যু

বৃষ্টি আর তুষারপাতে পাকিস্তানে শিশুসহ ৩৫ জনের মৃত্যু

সপ্তাহব্যাপী পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে প্রবল বৃষ্টি আর অপ্রত্যাশিত তুষারপাতের কারণে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার ৫ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে অন্তত ২২ জন শিশু রয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত বৃষ্টির ফলে ভূমিধসে এমন দুর্ঘটার শিকার হতে হয়েছে। এছাড়াও দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে আবহাওয়া সবচেয়ে বেশি খারাপ দেখা দিয়েছে। তুষারপাতের কারণে শতশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ হয়ে আছে রাস্তা।

দেশটিতে সাধারণত মার্চ মাসে তুষারপাত হওয়ার কোনো লক্ষণ নেয়। এসময় সাধারণত আর্দ্র থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এসময় তুষারপাত আমাদের বেশ অবাক করেছে।

Reneta April 2023

আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলী শাহ এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। তিনি বলেন, এসময় হালকা শিলাবৃষ্টি, যা ‘কয়েক মুহূর্তের জন্য’ স্থায়ী হয়। এমনটা হলে স্বাভাবিক মানা যায়। কিন্তু এটি ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলতে থাকা অস্বাভাবিক।

Scroll to Top