‘বুমরাহ ইতিহাসের সেরা বোলার’

‘বুমরাহ ইতিহাসের সেরা বোলার’

বেশ কয়েক বছর ধরেই ভারতের বোলিং লাইনআপের মূল ভরসা তিনি। ইনজুরির সঙ্গে লড়লেও জাসপ্রীত বুমরাহ যেন সময়ের অন্যতম সেরা। এবার সাবেক পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনিস বলেছেন, বুমরাহই তার চোখে সর্বকালের সেরা বোলার।

অবিশ্বাস্য লাইন-লেন্থ, ডেথ ওভার কিংবা শুরুর পাওয়ার-প্লে; সবখানেই অধিনায়কের মূল ভরসা বুমরাহ। উইকেটের প্রয়োজন হলেই তাকে বোলিংয়ে ডাকেন অধিনায়ক। দুর্দান্ত বোলিংয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার রূপে নিজের অবস্থান দৃঢ় করেছেন বুমরাহ।

ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াকারের চোখে বুমরাহই সেরা, ‘আমরা গাড়িতে ছিলাম। ওয়াকার ইউনিস সঙ্গে ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘পুরো ক্রিকেট বিশ্ব ওয়াসিম আকরামকে তার বোলিংয়ের বৈচিত্র্য ও নিয়ন্ত্রণের জন্য সম্মান করে। তিনি ছিলেন এই ঘরানার পেসারদের মধ্যে সেরা। বুমরাহ ডানহাতি ওয়াসিম আকরামের মতো, তাই না?’ ওয়াকার বললেন, ‘না, বুমরাহ আমাদের সবার চেয়ে ভালো। ওর বয়সে আমাদের চিন্তা-ভাবনা এই পর্যায়ে ছিল না। তার স্কিল ভালো, চিন্তাশক্তিও চমৎকার। সে ইতিহাসের সেরা বোলার।’

‘ওয়ার্কলোড ম্যানেজ’ করতে ইংল্যান্ড সফরের মাত্র তিনটি টেস্ট খেলেছেন বুমরাহ। সাদা পোশাককে বিদায় বলতে পারেন, রয়েছে এমন গুঞ্জনও। শেষ পর্যন্ত বুমরাহর ক্যারিয়ার কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন বড় প্রশ্ন।

Scroll to Top