স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৩
অনেক বছর বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন্স ক্রিকেট লিগ। রাত পোহালেই মাঠে গড়াচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমি।
টুর্নামেন্টে এবার খেলবে মোট নয়টি দল। মোহামেডান, শেলটেক বাদে বাকি সাত দল হলো- আবাহনী লিমিটেড, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, গুলশান ইয়ূথ ক্রিকেট ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও ভিডিপি উইমেন’স ক্রিকেট টিম এবং কলাবাগান ক্রীড়া চক্র।
আগামীকাল মোহামেডান ও শেলটেকের ম্যাচটা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই দিনে বিকেএসপিতে আবাহনী লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে ও ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি লড়বে গুলশান ইয়ূথ ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুরে হয়ে গেল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। অনুষ্ঠানে জাতীয় নারী দল ও শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক নিগার সুলতানা বললেন, ‘এবার দল কমেছে, তবে দলগুলি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী হয়েছে। কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার জায়গা হবে ক্রিকেটারদের জন্য। জাতীয় দলের দুয়ার সবসময় সবার জন্য খোলা, যারাই ভালো করবেন, তারাই আসবেন। স্থায়ী কিছু নেই। প্রতিটি ক্রিকেটারের জন্য এটি তাই চ্যালেঞ্জ। সবাই তো ব্যক্তিগতভাবে অনুশীলন করেন। অনেকে বিভিন্ন একাডেমিতে নিজে খরচ করে অনুশীলন করে ভালো প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলতে আসেন। তাদের জন্য এটি বড় সুযোগ নিজেদেরকে মেলে ধরার।’
সারাবাংলা/এসএইচএস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন্স ক্রিকেট লিগ