স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি আছেন নাজমুল হাসান পাপন। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন বিষয়টি।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে প্রকাশ্যে নেই আওয়ামী লীগের নেতারা। নাজমুল হাসান পাপনসহ বিসিবির বেশিরভাগ পরিচালকও প্রকাশ্যে নেই। শোনা যাচ্ছে, স্ত্রীসহ বিদেশে আছেন পাপন। সেখান থেকেই নাকি বিসিবির একজন পরিচালককে পদত্যাগের কথা জানিয়েছেন। বিসিবিতে সংস্কারের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নিতে চান পাপন।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, যে কজন পরিচালক এখন সক্রিয় আছেন তারা বর্তমান পরিস্থিতিতে নিজেদের করনীয় বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন। সেখানেই নাকি এক পরিচালক পাপনের পদত্যাগের ইচ্ছার বার্তাটি জানিয়েছেন।
নতুন অন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই বিসিবিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই নাজমুল হাসান পাপনকে নিয়ে এই কথা শোনা গেল।
সারাবাংলা/এসএইচএস