বিসিবির নতুন বোর্ডে কে কোন দায়িত্বে

বিসিবির নতুন বোর্ডে কে কোন দায়িত্বে

একদিন আগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ নতুন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৩টি স্থায়ী কমিটি ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানসহ তিনটি কমিটির প্রধানের দায়িত্ব নিজের কাছে রেখেছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলের সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে ইফতেখার রহমান মিঠুকে।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকেই। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক সাদেক।

সভা শেষে বিসিবি পরিচালক ইফতেখার জানিয়েছেন, বিসিবি সভাপতি একা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান নির্বাচন করে সেটা ঘোষণা করেছেন।

এদিকে, পরিচালক নির্বাচিত হওয়া বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদকে একটি কমিটিতেও রাখা হয়নি। আজ বোর্ড মিটিং শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে বেরিয়ে যান ফারুক।

২৩টি স্থায়ী কমিটির চেয়ারম্যানদের তালিকা:

ওয়ার্কিং কমিটি – আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেট অপারেশন কমিটি – নাজমুল আবেদিন ফাহিম

ফাইন্যান্স কমিটি – নাজমুল ইসলাম, আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)

শৃঙ্খলা কমিটি – ফায়াজুর রহমান মিঠু

গেম ডেভেলপমেন্ট কমিটি – ইশতিয়াক সাদেক

টুর্নামেন্ট কমিটি – আহসান ইকবাল চৌধুরী

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি – আসিফ আকবর

গ্রাউন্ডস কমিটি – আমিনুল ইসলাম বুলবুল, রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি – শানিয়ান তানিম

আম্পায়ার্স কমিটি – ইফতেখার রহমান মিঠু

মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি – শাখাওয়াত হোসেন

মেডিকেল কমিটি – মনজুর আলম

টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি – আবুল বাশার, হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটি – আমজাদ হোসেন

অডিট কমিটি – মুখলেসুর রহমান

নারী উইং কমিটি – আব্দুর রাজ্জাক

লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল কমিটি – ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

নিরাপত্তা কমিটি – মেহরাব আলম চৌধুরী

সিসিডিএম কমিটি – আদনান রহমান দিপন, ফায়াজুর রহমান মিঠু (ভাইস-চেয়ারম্যান)

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট কমিটি – জুলফিকার আলী খান

হাই পারফরম্যান্স কমিটি – খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ টাইগার্স কমিটি – রাহাত শামস

কল্যাণ কমিটি – মোকছেদুল কামাল

বিপিএল গভর্নিং কাউন্সিল – আমিনুল ইসলাম বুলবুল, ইফতেখার রহমান মিঠু (সদস্য সচিব)।

Scroll to Top