বিশ্বে প্রথমবারের মতো সংবিধানে ফ্রান্সের নারীরা পেলেন গর্ভপাত করার বৈধতা। ফ্রান্সই বিশ্বের প্রথম দেশ যারা গর্ভপাতকে সাংবিধানিক অধিকারের স্বীকতি দিলো। দেশটির পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবিসি জানিয়েছে, গতকাল (৪ মার্চ) সোমবার গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্সের পার্লামেন্টের ২টি কক্ষে যৌথভাবে ভোটাভুটি হয়। এসময় গর্ভপাতকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট পড়ে ৭৮০টি। আর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৭২টি। ফলে খুব সহজেই সংবিধানটি স্বীকৃতি পেয়ে যায়।
সংবিধানটি স্বীকৃতি পাওয়ার পর ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটার একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, বিশ্বে একটি নতুন যুগের সূচনা হচ্ছে। আমরা বিশ্বের সকল নারীদের কাছে বার্তা পাঠাচ্ছি যে, আপনার শরীর আপনার। আপনি ছাড়া কেউ আপনার কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।
ইউরোপে গর্ভপাতের আইনকে আরও উদার করার একটা প্রবণতা আছে। নেদারল্য়ান্ডসে গর্ভধারণের ২৪ সপ্তাহ, সুইডেনে ১৮ সপ্তাহ, লুক্সেমবুর্গে ১৪ সপ্তাহ, আয়ারল্যান্ড ও ডেনমার্কে ১২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করা যায়।