বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন | চ্যানেল আই অনলাইন

বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল।

গতকাল ১৩ ডিসেম্বর বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

Bkash

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এটাই সবচেয়ে কড়া বিবৃতি।

গাজায় ইসরায়েলি বোমা হামলা চলতে থাকায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর চাপ তৈরি হচ্ছে।

Reneta JuneReneta June

এদিকে গাজায় অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের কর্নেলসহ অন্তত ১০ সেনা সদস্য নিহত হয়েছে। গাজার টানেল থেকে হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং প্রায় ৫০ হাজার মানুষ আহত হয়েছেন।

Scroll to Top