বিশ্বকাপ ইস্যুতে শিগগিরই বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আইসিসি – DesheBideshe

বিশ্বকাপ ইস্যুতে শিগগিরই বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আইসিসি – DesheBideshe

ঢাকা, ০৬ জানুয়ারি – বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানতে শিগগিরই বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিশ্বকাপ সংক্রান্ত বিষয়টি নিয়ে কথা বলেন।

বিসিবি সভাপতি জানান, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর আইসিসি তাদের সঙ্গে বৈঠকে বসবে। ওই বৈঠকে বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হবে। তিনি বলেন, আইসিসির কাছে পাঠানো চিঠিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে— নিরাপত্তা ও খেলোয়াড়দের মান-মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলার জন্য প্রস্তুত নয়।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। এছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেটিও আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

তিনি আরও জানান, আইসিসি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে খুব শিগগিরই আলোচনা শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বুলবুল বলেন, ‘আইসিসি যখন আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানাবে, তখন আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে, আগামী আগস্টে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরের মাধ্যমে একটি দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপে অংশগ্রহণ— এই দুটি বিষয় আলাদা। বিশ্বকাপের ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু সম্পূর্ণ ভিন্ন। আপাতত আমাদের মূল মনোযোগ বিশ্বকাপের দিকেই।’

এছাড়া তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশে আইপিএলের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সিদ্ধান্তের প্রতি বিসিবি সমর্থন জানিয়েছে বলেও উল্লেখ করেন বিসিবি সভাপতি।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬



Scroll to Top