স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৬:২৫
নিকট অতীতে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা হয়েছে বেশ কয়েকবারই। দুই দেশের বোর্ডের মধ্যে দফায় দফায় আলোচনাও হয়েছে। কিন্তু দুই বোর্ডের সম্মতিতে তা বাতিলও হয়েছে। গত বছর বাতিল হওয়া সেই সিরিজ আবার আয়োজনের চেষ্টা চালাচ্ছে দুই দেশের বোর্ড।
ক্রিকবাজ সূত্রে জানা গেছে, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে চলতি বছরের অক্টোবরে সেই সিরিজটা আয়োজন করতে চায় বিসিবি।
এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে সম্ভাব্য সময় অক্টোবরই। নাম প্রকাশ না করার শর্তে আফগান বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকী বলেন, ‘আপনি এফটিপি দেখুন, অক্টোবরের ২ থেকে ১২ তারিখেই কেবল ফাঁকা আছে সূচি। আমরা আলোচনা করছি সূচি চূড়ান্ত করার জন্য।’
গত বছরের জুলাইয়ে দুই টেস্ট , তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ-আফগানিস্তানের। কিন্তু ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় বিসিবির অনুরোধে সেই পূর্ণাঙ্গ সিরিজ বাতিল হয় দুই দলের। এরপর এসিবি থেকে প্রস্তাবনা আসে ভারতের গ্রেটার নয়ডাতে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজের। কিন্তু ভেন্যু ও ভারতের সেদিককার আবহাওয়া বিচার বিশ্লেষণ করার পর বিসিবি আর সম্মতি দেয়নি সেই সফরে।
যদিও দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে খেলেছে গত বছরের নভেম্বরে। আরব আমিরাতে তিন ম্যাচের সেই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
সারাবাংলা/জেটি
আফগানিস্তান ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল
বিসিবি