মুম্বাই, ২৭ জানুয়ারি – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহপরিচারিকাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে বলিউড অভিনেতা নাদিম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাইয়ের মালওয়ানি থানায় করা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিনেতার বাসায় কাজ করা এক নারী অভিযোগ করেছেন, প্রায় ১০ বছর ধরে নাদিম খান তাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিবার শারীরিক সম্পর্কের আগে তিনি বিয়ের প্রতিশ্রুতি দিতেন। সেই প্রতিশ্রুতির ওপর ভরসা করেই এতদিন তিনি চুপ ছিলেন।
ভুক্তভোগী আরও জানান, শুধু প্রতিশ্রুতি দিয়েই নয়, ভয় দেখিয়ে জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হতো। দীর্ঘ সময় ধরে আতঙ্ক আর মানসিক চাপে দিন কাটাতে হয়েছে তাকে। একপর্যায়ে নির্যাতন সহ্য করার সীমা ছাড়িয়ে গেলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযোগের পর মালওয়ানি থানার পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা করে এবং তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এর আগে তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, নাদিম খান বেশ কয়েকটি হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার চরিত্র ‘রহমান ডাকাত’-এর রাঁধুনির ভূমিকায় তাকে দেখা গেছে। সিনেমার পাশাপাশি থিয়েটারেও তিনি পরিচিত মুখ।
এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬





