বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালকের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালকের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। এ নম্বর থেকে একটি অসাধু চক্র বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে। কেউ যেন প্রতারণা চক্রের ফাঁদে পা না দেয় এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া না দিতে অনুরোধ জানিয়েছে বিমান।

আজ শনিবার দুপুরে বিমানের ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি জানানো হয়। এর আগে, এই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ নম্বরেও টাকা চাওয়া হয়। হোয়াটসঅ্যাপে মেসেজে বলা হয়- আর্জেন্ট আমার ১৫ হাজার টাকা লাগবে। এই নম্বরে (০১৭৫০৫৩৬৯৩৪) পাঠায় দিয়েন। ১৫ হাজার বিকাশ পার্সোনাল খরচসহ।

এই নাম্বারে কেউ কোনো টাকা পাঠিয়েছে কিনা জানতে চাইলে পরিচালক আশরাফুল আলম বলেন, ‘সে সুযোগ পায়নি হ্যাকাররা। কারণ, এটা হ্যাক হবার এক মিনিটের মধ্যেই আমি সেটা জেনে গেছি। সঙ্গে সঙ্গে আইনশৃংখলা বাহিনীর নোটিশে আনা হলে তারা ব্যবস্থা নিয়েছে। হ্যাকাররা ফায়দা লুটতে পারেনি। নম্বরটিও সচল রেখেছি। হ্যাকারদের চিহ্নিত করতে গোয়েন্দা কাজ করছে।’

Scroll to Top