বিপিএল ২০২৫: কোন দলের অধিনায়ক কে?

বিপিএল ২০২৫: কোন দলের অধিনায়ক কে?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩২

বিপিএল ট্রফি

আগামীকাল পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের। বিপিএলকে ঘিরে সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলগুলোও গুছিয়ে নিয়েছে নিজেদের সবকিছু। অপেক্ষা এবার ক্রিকেটীয় লড়াইয়ের। এর আগে দেখে নিন ৭ দলের নেতৃত্বে আছেন কারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নেতৃত্বে এবারও থাকছেন তামিম ইকবাল। গত আসরে তার অধীনেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল দলটি। কদিন আগে গ্লোবাল সুপার লিগ জিতে আসা রংপুর রাইডার্সকে বিপিএলেও নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।

লিটন দাসকে অধিনায়ক করার জোর গুঞ্জন থাকলেও নবাগত ঢাকা ক্যাপিটালসের দলপতি শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। আনুষ্ঠানিক ঘোষণায় এনামুল হক বিজয়কে অধিনায়ক করেছে আরেক নবাগত দল দুর্বার রাজশাহী। 

চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। খুলনা টাইগার্সের হয়ে টস করতে নামবেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার মাশরাফিহীন সিলেট স্ট্রাইকার্সের নেতা ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ অলরাউন্ডার আরিফুল হক। 

এক নজরে বিপিএলের ৭ দলের অধিনায়ক-

ফরচুন বরিশাল- তামিম ইকবাল

রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান 

ঢাকা ক্যাপিটালস- থিসারা পেরেরা

দুর্বার রাজশাহী- এনামুল হক বিজয়

চিটাগং কিংস- মোহাম্মদ মিঠুন

খুলনা টাইগার্স- মেহেদী হাসান মিরাজ

সিলেট স্ট্রাইকার্স- আরিফুল হক

সারাবাংলা/জেটি

এনামুল হক বিজয়
তামিম ইকবাল
থিসারা পেরেরা
নুরুল হাসান সোহান
বিপিএল ২০২৫
মেহেদী হাসান মিরাজ

Scroll to Top