বিপিএলে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নবীর

বিপিএলে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নবীর

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯

বরিশালের অনুশীলনে মোহাম্মদ নবী।

১৫ বছরের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ার মোহাম্মদ নবীর। ২০০৯ সালে অভিষেকের পর আফগানিস্তানের হয়ে খেলেছেন ১৭০টি ওয়ানডে ম্যাচ। তবে কদিন আগেই আনুষ্ঠানিক ঘোষণায় এই আফগান অলরাউন্ডার জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি শেষে এই ফরম্যাট থেকে অবসরে যাচ্ছেন তিনি। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতিটাও সারছেন তিনি চলতি বিপিএলে।

ফরচুন বরিশালের হয়ে এবার বিপিএল মাতাচ্ছেন নবী। চট্টগ্রাম পর্ব শেষে আজ (শনিবার) ঢাকায় মিরপুর একাডেমি গ্রাউন্ডে সেরেছেন অনুশীলন। এরপর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানান, চ্যাম্পিয়নস ট্রফি ভিন্ন ফরম্যাটের টুর্নামেন্ট হলেও বিপিএলেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

নবী বলেন, ‘দেখুন চ্যাম্পিয়নস ট্রফি হবে ভিন্ন কন্ডিশনে, ভিন্ন ফরম্যাটে।  এজন্যই ফোকাসটা কেবল বিপিএলেই। যখন এখান থেকে যাব, তখন ফোকাসটা থাকবে চ্যাম্পিয়নস ট্রফিতে। যদিও মাথায় চ্যাম্পিয়নস ট্রফির ভাবনা আছে আমার।’

বিপিএলের বরিশালের অনুশীলন সেশনগুলোতে আলাদা করে নিজের ফিটনেস, স্কিল নিয়ে কাজ করছেন নবী। ‘আমার ফিটনেসহ যাবতীয় জিনিসের প্রস্তুতি কেবল টি-টোয়েন্টির জন্যই হচ্ছে, এমনটা নয়। ১০০ ওভারের ম্যাচের জন্যও নিজেই তৈরি রাখছি। লম্বা সময় ব্যাটিং করছি, বোলিং করছি অনুশীলনে। একসাথে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি; দুটোর জন্যই প্রস্তুতি হয়ে যাচ্ছে, বলেন এই অলরাউন্ডার।

সারাবাংলা/জেটি

ফরচুন বরিশাল
বিপিএল ২০২৫
মোহাম্মদ নবী

Scroll to Top