এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতের হরিয়ানা ও জম্মু-কাশ্মীর প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শেষ। ফলাফলে দেখা গেছে, জম্মু ও কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট ও হরিয়ানায় বিজেপি জয় লাভ করেছে। দুটি রাজ্যেই ৯০টি করে আসন রয়েছে। ক্ষমতায় আসতে দলগুলোকে ৪৬টি আসনে জয় নিশ্চিত করতে হবে।
এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে এনসি-কংগ্রেস জোটি ৪৯টি, বিজেপি ২৯টি, পিডিপি ৩টি এবং অন্যান্যরা ৯টি আসনে জয় লাভ করেছে। অপরদিকে হরিয়ানা রাজ্যে বিজেপি ৪৮টি, কংগ্রেস ৩৭টি, আইএনএলডি ২টি এবং অন্যান্য দলগুলো ৩টি আসনে জয় লাভ করেছে।
জম্মু ও কাশ্মীরে নিজেদের জয় নিশ্চিতের পর ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক আবদুল্লাহ বলেন, ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। ওমর আবদুল্লাহই হবেন মুখ্যমন্ত্রী। ওমর গান্দরবাল ও বদগাম দুই আসন থেকেই জিতেছেন।
এদিকে ধারণা করা হচ্ছে, হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা নয়াব সিং সাইনি।