ভারতের বহুল বিতর্কিত ‘নাগরিকত্ব আইন’ আগামী মাস থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ভারতে আশ্রয় নেওয়া তিন প্রতিবেশী রাষ্ট্রের ধর্মীয় সংখ্যালঘুদের দেশটির নাগরিকত্ব পাওয়া সহজ হবে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই আইনের ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব ধর্মীয় সংখ্যালঘু ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে নির্যাতিত হয়ে ভারতে প্রবেশ করেছেন, তারা দেশটির নাগরিকত্ব পাবেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই আইন বাস্তবায়ন বিজেপি’র একটি প্রধান নির্বাচনী এজেন্ডা ছিল। তবে এর বিরোধিতা করেছিল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। গত বছরের ডিসেম্বরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, এই আইনের বাস্তবায়ন বন্ধ করা যাবে না।
আইনটির বাস্তবায়ন নিয়ে ভারতজুড়ে ২০১৯ সালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। পরে করোনা মহামারি শুরু হওয়া প্রাণঘাতী আন্দোলন থেমে যায়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনের আগে আইনটি প্রয়োগ করা না হলে তা বিলুপ্ত হয়ে যাবে।
চলতি বছর ভারতে লোকসভা নির্বাচন হবে অনুষ্ঠিত হবে। তাই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই এই আইনের বাস্তবায়ন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বলে মনে করছেন অনেকেই।