বিজিবি সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ

বিজিবি সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ

পররাষ্ট্রমন্ত্রীর ৭ থেকে ৯ ফেব্রুয়ারি প্রথম দ্বিপাক্ষিক ভারত সফরে সীমান্তে হত্যা বন্ধ, দুই দেশের আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধি, ভিসা জটিলতা এবং তিস্তার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি এ কথা বলেন। সীমান্তে গুলিতে বিজিবি সদস্য নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

মিয়ানমারের বিষয়ে বাংলাদেশ খোঁজখবর রাখছে উল্লেখ করে তিনি বলেন, রাখাইনের সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে এ সংঘাতে বাংলাদেশ বা আমাদের নাগরিকরা যেন কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হন, তা বিশেষভাবে নজর রাখা হচ্ছে। নতুন কোনো অনুপ্রবেশ যেন না ঘটে সেদিকেও লক্ষ রাখা হচ্ছে।

মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের আসন্ন ভারত সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

যার মধ্যে থাকবে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিদ্যুৎ খাতে সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কানেকটিভিটি, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় ইত্যাদি নিয়ে আলোচনা।

তিনি বলেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হবে বলে আমরা আশা করছি। তিস্তা নিয়ে চীনের প্রকল্পের বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না, তা এখন বলা যাচ্ছে না। কারণ এজেন্ডাগুলো নিয়ে এখনো কাজ হচ্ছে। যদি ভারত এ বিষয়ে আমাদের কাছে কিছু জানতে চায়, তখন আমরা বিষয়টি ভেবে দেখব।’

বাংলাদেশ বিনা ফিতে ভারতকে বন্দর ব্যবহারের অনুমতি দিচ্ছে কি না, জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, ভারত যাতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারে, সেজন্য ২০১৮ সালে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করে নৌপরিবহণ মন্ত্রণালয়।

Scroll to Top