স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১২:৪২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৭
দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানির উইকেট তুলে নিয়ে চট্টগাম টেস্টে জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে সাদমান ইসলামের সাথে ওপেনিংয়ে নামলেন তিন বছর পর টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয়। এই দুজনের ব্যাটে আড়াই বছর পর কাটল টেস্টে ওপেনিং জুটিতে শতরানের খরা। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুজন মিলে গড়েছেন ১০৫ রানের জুটি। ১২২ রানে পিছিয়ে থেকে লাঞ্চ ব্রেকে গিয়েছে বাংলাদেশ।
ওপেনিং জুটিতে বাংলাদেশ সর্বশেষ শতাধিক রানে জুটি দেখেছিল ২০২২ সালের ১৪ ডিসেম্বর। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১২৪ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। এরপর কেটে গেছে ৩৩টি ইনিংস। ভিন্ন সাতটি জুটি ওপেন করলেও কোনোটিই পেরোতে পারেনি শতরানের কোটা। সর্বোচ্চ ইনিংস ছিল ৬২ রানের। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে এই জুটি গড়েন সাদমান ইসলাম ও জাকির হাসান।
সেই দীর্ঘ খরা কাটল আজ, বিজয়-সাদমানের ব্যাটে। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে দুজন শুরু থেকেই শট খেলতে পেরেছেন স্বাচ্ছন্দ্যে। এই সেশনে ওভারপ্রতি তারা রান তুলেছেন চারের বেশি রেটে। সাদমান অপরাজিত আছেন ৬৬ রানে, বিজয় ইনিংস শুরু করবেন ৩৮ রানে অপরাজিত থেকে।
সারাবাংলা/জেটি
এনামুল হক বিজয়
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
সাদমান ইসলাম অনিক