এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সারাদেশের ১০টি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলটির হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্র থেকে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন-মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক।
চট্টগ্রাম মহানগর বিএনপি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে।
বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া। ৪০ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া বিভিন্ন পদে ১৬৮ জনকে রাখা হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে ফয়জুর রহমান ময়ুনকে। ৩১ জনকে সদস্য রাখা হয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। সেখানেও ৩১ জনকে সদস্য করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক হয়েছেন অ্যাড. আব্দুল মান্নান আর সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। তাদেরর বাইরে ৩০ জনকে সদস্য করা হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ারিং জাকির হোসেন সরকার। এছাড়া ৪ জন যুগ্ম-আহ্ববায়ক এবং ২৫ জনকে সদস্য করা হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব হযরত আলী এবং সদস্য সচিব করা হয়েছে আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে।