বিএনপির গতানুগতিক কর্মসূচি তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না। তাদের কথায় মনে হয় তারা মানবাধিকার ও বিশ্ব মোড়লদের সোল এজেন্ট।
মানবাধিকার লঙ্ঘনকারীরাই এদেশে মানবাধিকারের পক্ষে বেশি সোচ্চার উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকারের কথা বলতে হলে বলতে হবে ফিলিস্তিনের কথা, সেখানে কিভাবে মানবাধিকার লংঘন হচ্ছে। ফিলিস্তিনে ১৮ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে ৮ হাজার শিশু ও ৫ হাজার নারী। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরিতির প্রস্তাবে একমাত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভেটো দিলো।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল দুষ্ট ছেলে। সেই সন্তানের জনক যুক্তরাষ্ট্র। আজ মানবাধিকার যাদের হাতে ভুলুন্ঠিত তারাই আবার মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার।
ওবায়দুল কাদের বলেন, এদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনে যে নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে তার নজির কোথাও নেই। আজ ইসরায়েল যা করছে তেমন ঘটনা ঘটিয়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিলো।
একপ্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে এখনো আসন ভাগাভাগির বিষয়ে সময় আছে। ২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী জনসভা শুরু করবে আওয়ামী লীগ জানান তিনি।
পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাজার ওঠা নামা করে, এটাও তেমনি ঘটনা। সব ঠিক হয়ে যাবে।