বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো ১৪৮ অ্যাকাউন্ট-পেজ সরিয়েছে ফেসবুক | চ্যানেল আই অনলাইন

বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো ১৪৮ অ্যাকাউন্ট-পেজ সরিয়েছে ফেসবুক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে নেতিবাচক প্রচারণা ছড়ায় এমন ১৪৮টি অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ১৪৮টির মধ্যে ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট ও বাকিগুলো পেজ।

মেটার চলতি বছরের ত্রৈমাসিক প্রতিবেদন সূত্রে  বিবিসি বাংলা এসব তথ্য জানিয়েছে।

মেটা দ্বারা পরিচালিত অনুসন্ধানের উপর তৈরি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো এই ফেসবুক অ্যাকাউন্ট ও পেজগুলোর সাথে বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সম্পর্ক পাওয়া গেছে। সিআরআই আওয়ামী লীগ দ্বারা পরিচালিত একটি গবেষণা সংস্থা।

মেটা প্রকাশিত এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেছেন, এটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও একপেশে একটি প্রতিবেদন, যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না। নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাতে পারে। কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ ও সিআরআইকে জড়ানো আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করার আন্তর্জাতিক ষড়যন্ত্র। ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেরই।

মেটার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেসবুকের নিয়ম লঙ্ঘন করায় আমরা ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ ফেসবুক থেকে সরিয়ে ফেলেছি। যারা এই কাজ পরিচালান করেছেন তারা সকলেই বাংলাদেশের জনগণ এবং নির্দিষ্ট এক স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করে এমন নেতিবাচক প্রচারণা করা হয়েছে।

এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর মোট প্রায় ৩৪ লাখ ফলোয়ার ছিল। একই সাথে এসব পেজ থেকে প্রায় ৬০ ডলারের সমপরিমাণ অর্থ বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে।

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছর আগস্টে মেটার কর্মকর্তারা ঢাকায় এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলো। তখন মেটা বলেছিলো, গুজব ঠেকাতে সারাবিশ্বে ৯০টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করে তারা।

পরবর্তীতে মেটা জানায়, তাদের প্ল্যাটফর্মের নিয়মকে ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকে কনটেন্ট তৈরি করে থাকে, যে বিষয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আগামীতে যেন এমন প্রচারণা প্রতিহত করা হয় সেই জন্য আরও কড়া নিয়ম নিয়ে আসবে মেটা।

Scroll to Top