বিএনপির আরও ৫৯ জনের কারাদণ্ড

বিএনপির আরও ৫৯
জনের কারাদণ্ড

২০১৮ সালে কামরাঙ্গীরচর থানায় পুলিশের করা পৃথক দুটি মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গতকাল এই রায় দেন। একটি মামলায় পুলিশের এজাহারের তথ্য বলছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কামরাঙ্গীরচরের ছাতা মসজিদের সামনের সড়কে বিএনপির নেতা–কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুর করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আটজন সাক্ষী হাজির করা হয়। এর মধ্যে সাতজন পুলিশ সাক্ষী। রায়ে ১২ জনকে দুই বছর করে সাজা দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন দুজন।

আরেক মামলায় একই আদালত বিএনপির ১৬ জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন। খালাস পেয়েছেন চারজন। এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৬ নভেম্বর কামরাঙ্গীরচরে রনি মার্কেটের সামনে সরকারবিরোধী মিছিল করেন নেতা–কর্মীরা। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে পাঁচজন পুলিশ সাক্ষীকে হাজির করা হয়।

Scroll to Top