এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকার সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা চারজন পুড়ে মারা গেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়া বাস ও পাশে থাকা আরো একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়।
তিনি বলেন, এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন মারা যায় এবং বাসের আরো ৭ জন আহত হয়েছেন তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।