সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে সাই সুদর্শন ও লোকেশ রাহুলের জোড়া ফিফটির পরও প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গারের বোলিং তোপে ২২ বল বাকি থাকতেই ২১১ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২১২ রান। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গকেবেরহা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। বার্গারের করা ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ৩ নম্বরে ব্যাট করতে এসে শুরু থেকেই ধুঁকতে থাকেন তিলক ভার্মা।
দলীয় ৪৬ রানে বার্গারের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন বাঁহাতি ব্যাটার তিলক। ৩০ বলে ১০ রান করেন তিনি।
/আরআইএম